ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ৮ বৈশাখ ১৪৩২
good-food
৫০৫

মহাপরিচালকের পদ থেকে আল্লামা  শফীর পদত্যাগ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১৩ ১৮ সেপ্টেম্বর ২০২০  

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে হাটহাজারী মাদরাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এরআগে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী তিনি মাদরাসার মুহতামিম পদ ছেড়ে দেন।গত দুই দিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এসময় মাদরাসায় অবস্থান করা আহমদ শফী অসুস্থ হয়ে পড়েন।
 বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
হাটহাজারী মাদ্রাসার অন্যতম গত জুন মাসে বাবুনগরীকে মাদ্রাসার সহযোগী পরিচালকের (মুঈনে মুহতামিম) দায়িত্ব থেকে বাদ দেয়ার পরই মাদ্রাসাসহ হেফাজতে আল্লামা শাফির বিরদ্ধে শিক্ষকদের ক্ষোভ দানা বাধে। তাছাড়া আল্লামা শাফি তার জীবদ্দশায় মহাপরিচালকের পদ না ছাড়ায় মাদ্রাসার একটি পক্ষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। বিশেষ তার ছেলে আনাস মাদানি কর্মকান্ড অনেক শিক্ষকে ক্ষুব্ধ করে তোলে। তারই বহিঃপ্রকাশ ছাত্রদের এই আন্দোলন।